অতিরিক্ত নিরাপত্তায় মানসিক চাপে আছে ক্রিকেটাররা: দুর্জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:১৬ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৩:১৬

বাবর আজমদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যেই দুইটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সহজ হারের তিক্ত স্বাদ পেয়েছে টাইগার বাহিনী। খেলোয়াড়দের এমন পারফর্মেন্সে বিস্ময় প্রকাশ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। দাবি করছেন পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারায় মাহমুদুল্লাহ রিয়াদরা ভালো খেলা দেখাতে পারছে না, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে ক্রিকেটাররা কিছুটা মানসিক চাপে রয়েছে। সঙ্গে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ এমন প্রত্যাশাও দুর্জয়ের।

ভারী অস্ত্র আর ট্যাংকের প্রহরায় এ যেন জিম্মি ক্রিকেট। লাহোরের সেই দমবন্ধকর পরিবেশেই চলছে টাইগার-পাকিস্তান টি-২০ সিরিজ।

এ সফরের আগে সবচেয়ে বেশি আলোচনায়, নিরাপত্তা ইস্যু। তাইতো এ দৃশ্য অস্বস্তিকর হলেও অপ্রত্যাশিত নয়। এমন পরিবেশে নির্ভার হয়ে কতটুকু খেলা সম্ভব ক্রিকেট! কিংবা প্রথম দুই টি-২০'তে মাহমুদুল্লাহ বাহিনীর ধরাশায়ীর জন্য কতটুকু দায়ী কন্ডিশন। উত্তরে টাইগারদের পক্ষেই সাফাই গাইলেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘ওদের নিরাপত্তা অনেক ভালো, এখানে কোন সন্দেহ নেই। সেজন্য ক্রিকেটাররা একটু মানসিক চাপে থাকতে পারেন। সাধারণ আপনি মাঠে যাবেন, খেলবেন সেই সময়ে আপনার মাইন্ডটা ফ্রি থাকাটা জরুরি। সেক্ষেত্রে এত নিরাপত্তা একটা প্রতিবন্ধকতা হয়ে থাকতে পারে।’

সঙ্গে আছে ক্রিকেটারদের ডট বলের প্রবণতা। আছে হারার আগেই হেরে যাওয়ার মানসিকতা। ধূমধাড়াক্কার খেলা টি-২০'তে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছে বাংলাদেশ, তাতে গেম প্ল্যানিং নিয়েও প্রশ্ন দুর্জয়ের।

তিনি আরো বলেন, ‘ম্যাচে ব্যাটসম্যানরা রান পায়নি। সে সাথে টি-২০'র খেলার যে ধরন সেটাও দেখা যায়নি।’

বিসিবি সভাপতি জানিয়েছিলেন টি-২০ সিরিজের শেষেই নেয়া হবে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত। এ ব্যাপারে কোন মন্তব্য না করলেও টেস্টের ব্যাপারেও ইতিবাচক মনোভাবই দেখালেন দুর্জয়।

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :