ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে বললেন তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:০৬

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার বিকালে উত্তর খান হেলাল মার্কেটে পথসভায় তিনি এই আহ্বান জানান।

তাবিথ আউয়াল বলেন, ‘ভবিষ্যতে উন্নয়ন দেখতে চাইলে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। সরকার আপনাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে। আপনারা ভোটকেন্দ্রে না গেলে তারা ভোট চুরি করতে পারবে। সুতরাং আপনাদের অবশ্যই কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে।’ ভোটের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিএনপির প্রার্থী বলেন, ‘আপনারা ১৯৯১ সালে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। খালেদা জিয়া আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনারা কি প্রস্তুত আছেন? সাহস করে আপনাদের এগিয়ে আসতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়া উত্তর খান বিএনপির সভাপতি আহসান হাবীব আহসান, ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বেপারী, সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী আইরিন সুলতানা লাকী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :