হত্যার দায়ে সৎ-মায়ের কারাদণ্ড

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ১৮:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জে ছেলেকে হত্যার দায়ে সৎ-মাকে ২০ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন। এসময় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।

দ-প্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-শিবপুর মহল্লার রোজিনা ওরফে খাদিজা।

এপিপি আঞ্জুমান আরা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৮ সালের ৭ অক্টোবর রাতে সতীনের ছেলে শিশু রেদওয়ানকে হত্যা করে প্রতিবেশী ফটিকের বাড়ির প্রাচীরের কাছে ফেলে যায়। এ ঘটনায় শিশুটির পিতা আব্দুর রহিম ৮ অক্টোবর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইদ্রিস আলী হত্যা রহস্যটি উদঘাটন করে নিহতের সৎ-মা রোজিনাকে আসামি করে একই সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/পিএল/এলএ)