সিরাজগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ২০:০৩

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরি করেছেন এক কিলোমিটার রাস্তা। ১২ ফুট প্রস্থ এবং ১ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এই রাস্তা নির্মাণে বর্ষা ও শুষ্ক মৌসুমে নির্বিঘেœ হেঁটে চলাচল করতে পারবে এ এলাকার মানুষ।

গত বছরেও একইভাবে স্বেচ্ছাশ্রমে এই গ্রামের মাঝে আরো একটি এক কিলোমিটার রাস্তা তৈরি করে স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার প্রশংসা কুড়িয়েছেন গ্রামবাসী।

স্বেচ্ছাশ্রমের এই রাস্তা নির্মাণে গ্রামবাসীকে উৎসাহ জুগিয়েছেন কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ। তিনি সরজমিনে গ্রামের মানুষের সাথে মাটি কেটেছেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)