আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ১৫

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ২২:২১

মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে ভলিবল খেলার বিরোধ মীমাংসা সভায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সোমবার বিকালে রাউতড়া হৃদয় নাথ স্কুলের দশম শ্রেণির ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে ভলিবল খেলার আয়োজন করে। যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে খেলা বন্ধ হয়ে যায়। এর সূত্র ধরে এক পক্ষের খেলোয়াড় অনিক বাড়ি ফেরার পথে বহিরাগত কয়েকজন যুবকের হামলার শিকার হয়। এ নিয়ে এলাকায় সামাজিকভাবে বিভক্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কবির হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার জন্য চেয়ারম্যান কবির হোসেন আলমখালী বাজারে আওয়ামী লীগ অফিসে মীমাংসা সভা ডাকেন। সভা চলাকালে প্রতিপক্ষ মান্নান গ্রুপের সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান কবির হোসেনসহ ১৫ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :