পাবনায় ‘বঙ্গবন্ধু গ্রন্থাগার’ উদ্বোধন

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ২২:৫৪

নিজস্ব প্রতিবেদক, পাবনা

ঐতিহ্যবাহী পাবনা বার সমিতির নতুন ভবনে ‘বঙ্গবন্ধু গ্রন্থাগার’-এর উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে পাবনা জেলা আইনজীবী বার সমিতির চতুর্থ তলাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনা আইনজীবী বার সমিতির উদ্যেগে এই গ্রন্থাগারটির উদ্বোধন করা হয়। অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত এই গ্রন্থাগারটিতে ত্রিশ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও পাবনা জেলা বার সমিতির সকল আইনজীবী এই কাজে আর্থিক সহযোগিতা দিয়েছেন।

‘বঙ্গবন্ধু গ্রন্থাগার’ উদ্বোধন করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।

পাবনা বার সমিতির সভাপতি আমিনুল ইসলাম পটলের সভাপতিত্বে এবং আব্দুল আহাদ বাবুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সাংসদ সদস্য পরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যা গোলাম ফারুক প্রিন্স।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)