শিংনগর সীমান্তে দেড় কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ২২:৫৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার জীবননগররে শিংনগর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার দুপুরে উপজেলার শিংনগর সীমান্তের হালদারপাড়া থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে সীমান্ত পিলার ৭৩/৩-এস এর  ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া দিয়ে একটি স্বর্ণের চালান পার হবে। এমন সময় ওই এলাকায় বিজিবি অভিযান চালিয়ে এক চোরাকারবারিকে ধাওয়া করে। এসময় চোরাকারবারি তার মাথায় বহন করা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তার ভেতর থেকে কাগজে মোড়ানো ০৪টি প্যাকেটে থাকা ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, ০৬টি ব্যাচলেট ও ০৩টি হার জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, উদ্ধার স্বর্ণালঙ্কারের ওজন ১ কেজি ২১০ গ্রাম (২২ ক্যারেট)। এসবের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। আটক স্বর্ণের অলংকার চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)