যুক্তরাষ্ট্রে পুড়ল ৩৫ নৌকা, নিহত ৮

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ১১:০১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০, ১২:৫০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

যুক্তরাষ্ট্রে লেকের পাড়ে বেঁধে রাখা নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ নৌকা পুড়ে গেছে এবং নিহত হয়েছেন ৮ জন। সোমবার দেশটির আলাবামা অঙ্গরাজ্যের মারিনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্থানীয় এক বাসিন্দা যিনি প্রাণে বাঁচলেও এই ঘটনায় তার ভাইকে হারিয়েছেন। তিনি জানান, ‘এত জোরে হাওয়া ছিল যে আগুন দ্রুতগতিতে ছড়িয়ে যায়। আমাদের কিছু করার সময় ছিল না’।

স্কটসবোরো দমকলের প্রধান জেনে নেকলস জানিয়েছেন, ‘যে আটজন নিখোঁজ ছিলেন তাদের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, যেহেতু আমরা জানি না যে, কতজন নৌকায় ছিলেন।’

সোমবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা ব্যক্তিরা প্রাণে বাঁচতে পানিতে ঝাঁপ দিলেও প্রাণরক্ষা হয়নি। কারণ পানি ছিল অত্যন্ত ঠান্ডা।

ঢাকা টাইমস/২৮জানুয়ারি/একে