বড়সড় শাস্তি পেল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ১২:৩৫

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে সোমবার। শেষ ম্যাচে প্রোটিয়াদের ১৯১ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে ইংলিশরা।

শেষ ম্যাচে হারের সঙ্গে বড়সড় শাস্তির কবলে পড়তে হয়েছে প্রোটিয়াদের। স্লো-ওভাররেটের কারণে দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদের অর্জিত ৩০ পয়েন্ট থেকে ৬ পয়েন্ট কেটে নেয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে বলেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দেখেছেন যে, দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বল করেছে। এই কারণে তাদের শাস্তি দেয়া হয়েছে।

সিরিজের প্রথম টেস্টে ১০৭ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ১৮৯ রানে জিতে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে ইনিংস ও ৫৩ রানে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। শেষ ম্যাচে ১৯১ রানে জয় পায় ইংল্যান্ড। সিরিজে ৩০ পয়েন্ট অর্জন করলেও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ২৪।

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :