বাংলাদেশকে হারিয়ে ‘নিঃশ্বাস’ নিতে পারছে পাকিস্তান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ১৩:৩৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। গত অক্টোবরে পাকিস্তান তাদের ঘরের মাটিতে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে তারা।

টানা এমন ব্যর্থতার পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। তাতেই খুশি পাকিস্তান দলের কোচ মিসবাহ-উল-হক। তার ভাষায়, এই সিরিজ জেতার কারণে এখন ‘নিঃশ্বাস’ নেয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার পর মিসবাহ-উল-হক বলেছেন, ‘অবশ্য আপনি জয়ের জন্য খেলেন এবং এজন্য সবসময় চেষ্টা করতে থাকেন। এ (সিরিজ) জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এতে আমরা এখন নিঃশ্বাস নেয়ার জায়গা পেলাম। এখন আমরা বসে দেখতে পারব কোথায় আমাদের ঘাটতি রয়েছে। সেগুলো শুধরে নিজেদের আরও শক্তিশালী করতে পারব।’

তিনি আরো বলেন, ‘অন্যথায় চাপের মাঝে আপনি সবসময় কিছু না কিছুর পেছনে ছুটতে থাকেন এবং প্রায়ই সবকিছু এক করে সামাল দেয়া সম্ভব হয় না। তাই এটা আমার জন্য, দলের জন্য এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনেক ভালো হলো। কারণ এখন আমরা স্থির হয়ে বসতে পারব এবং সামনের চ্যালেঞ্জের দিকে আরও মনোযোগ দিতে পারব।’

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসইউএল)