সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:১৮
ফাইল ছবি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মধ্যেই দেশের প্রত্যেকটি রেলস্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট (প্রতিকৃতি) স্থাপনের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

ফজলে করিম চৌধুরী বলেন, ‘দেশের প্রত্যেকটি রেলস্টেশনে বঙ্গবন্ধুর প্রোর্ট্রেট স্থাপনের পাশাপাশি সোলার স্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া ওয়ার্কশপগুলোতে ডেমু ট্রেন মেরামতের জন্য ইউনিট স্থাপনের সুপারিশ করা হয়।’

এ-সংক্রান্ত বিষয়ে শিগগির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে জানিয়ে সংদীয় কমিটির সভাপতি বলেন, ‘বৈঠকে নতুন রেললাইন নির্মাণসহ পুরোনো রেললাইনসমূহ ত্রুটিমুক্ত রাখার বিষয়ে আলোচনা হয় এবং রেলওয়ে ব্রিজ, স্টেশন ভবন, প্ল্যাটফর্ম সংস্কারের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে সেসব বিষয় নিয়েও কথা হয়।’

বৈঠকে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্মৃতিবিজড়িত চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবটি সংরক্ষণের বিষয়ে আলোচনা হয় বলেও জানান সভাপতি।

কমিটির সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ছাড়াও রেলওয়ের মহাপরিচালক ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব বৈঠকে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :