গিলক্রিস্টকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন ডি কক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:২৭

বর্তমান ক্রিকেটে গ্লাভস হাতে অন্যতম জনপ্রিয় তারকা কুইন্টন ডি কক। উইকেটের পেছনে দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড।

ডি কক ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৩টি ক্যাচ নেন। এরপর দ্বিতীয় ইনিংসে নেন ৪টি ক্যাচ। দুই ইনিংসে মোট ৭টি ক্যাচ নেন। এর মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২০০ ডিসমিসালের মালিক হন। মাত্র ৪৫ ম্যাচেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট যা ছুঁয়েছিলেন ৪৭ ম্যাচে। এতোদিন সেটাই ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। সেটাকে পেছনে ফেলে ডি কক গড়লেন নতুন রেকর্ড।

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :