কৃষি ঋণ আত্মসাতের মামলায় সাতজনের কারাদণ্ড

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ২০:১৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০, ২০:২৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে কৃষকের মাঝে বিতরণ করার জন্য কৃষি ঋণ প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় সাতজনকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫৫ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মতিয়ার রহমান মঙ্গলবার দুপুরে এই রায় দেন। 

সাজাপ্রাপ্তরা হলেন, মধুখালী উপজেলা শষ্য গুদাম ঋণ প্রকল্পের গুদাম রক্ষক মোতাহার হোসেন মিয়া, প্রকল্পের সাধারণ সম্পাদক শাহ জালাল (কানু), সদস্য সোহরাব শেখ, হাসেম মল্লিক, মহসিন শরীফ, সাখাওয়াত হোসেন মোল্লা ও খবির হোসেন মোল্যা। 

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তদের মধ্যে ছয়জন আদালতে হাজির ছিলেন। তাদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়। অন্য সাজাপ্রাপ্ত আসামি খবির হোসেন মোল্যা পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, মধুখালী কৃষি ব্যাংক শাখা থেকে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে শষ্য গুদাম ঋণ প্রকল্পের আওতায় ৬৬ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়। শতকরা ৮০ টাকা হারে কৃষকদের ৫৫ লাখ ৪৪ হাজার টাকার শষ্য গুদামে মজুদ রেখে অভিযুক্তরা আত্মসাত করেন। 

মধুখালী কৃষি ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক ইউনুস আলী মিয়া বাদি হয়ে এ ঘটনায় আটজনকে আসামি করে ২০১৪ সালের ২৫ নভেম্বর মধুখালী থানায় একটি মামলা করেছেন। 

পরে দুদকের ফরিদপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ৪০৮/১০৯ ধারায় চার্জশিট দাখিল করেন। মামলার এক নম্বর আসামি প্রকল্পের সভাপতি নুরুল ইসলাম মোল্যা ইতোমধ্যে মারা গেছেন। 

দুদুকের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হয়েছে। সাজাপ্রাপ্তদের একজন পলাতক রয়েছেন। আরেকজন ইতিমধ্যে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কেএম)