জগন্নাথে শিক্ষক সমিতির নেতৃত্বে নূরে আলম ও শামীমা

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ২০:২৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০, ২০:২৬

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে বিএনপিপন্থি সাদা দল প্রার্থী হিসেবে অংশ নেয়নি, তবে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শিক্ষক সমিতির নির্বাচনে সহসভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. মুমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. জহির উদ্দিন আরিফ এবং সদস্য পদে ড. জি এম আল আমিন, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, সহকারী অধ্যাপক নুমান মাহ্ফুজ, মো. ইলিয়াস, ড. মো. রেজাউল হোসাইন, মো. ইমরান হোসাইন, শাহানা আক্তার,  অধ্যাপক ড. মো. আবুল হোসাইন, ড. প্রতীভা রানী কর্মকার ও লুৎফুন্নাহার নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে আওয়ামীপন্থি শিক্ষকদের একক আধিপত্য চলছে। এবারের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের ত্রিমুখী লড়াই হয়েছে। ক্ষমতাসীন দলের শিক্ষকরা দুটি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন এবং কোনো প্যানেল ছাড়াই নির্বাচনে সভাপতি পদে অংশগ্রহণ করেন জয় বাংলা শিক্ষক সমাজের আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।   

এবার শিক্ষক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭৮ জন। নির্বাচনে ছয়টি পদের বিপরীতে মোট ৩১ জন পদপ্রত্যাশী শিক্ষক লড়াই করেন। সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং ১০টি সদস্য পদের জন্য ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ছগীর হোসেন খন্দকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবিনা শারমীন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান। 

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/আইএইচ/জেবি)