ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ২২:৩৪

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

হটলাইনে অভিযোগ পেয়ে ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসিতে) অভিযান চালিয়েছে দুদক। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকার টিটিসি ভবনে দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় দুদক সদস্যরা।

তবে তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান। 

এর আগে ঝালকাঠী টিটিসিতে বিদেশগামী শিক্ষার্থীদের প্রশিক্ষণে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আউট সোর্সিংয়ের এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছিলো জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকা সুলতানা বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা বলেনি। তবে আমি যে কোয়াটারে থাকি তার ভাড়া দেই কিনা এবং কেনা কাটার হিসেব চেয়েছে তারা। আমি সকল বাজেট ও কেনাকাটার সকল কাজগপত্র তাদের দিয়েছি। 

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস