ঢাকার ভোট হোক সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ২২:৩৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০, ০৯:৫১

মহিবুল ইজদানী খান ডাবলু
মহিবুল ইজদানী খান ডাবলু

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচনl এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে আক্রমণাত্মক ঘটনা ঘটেছে। ঢাকার মেয়র নির্বাচন নিয়ে রাজধানী ঢাকা এখন উত্তপ্তl মারামারি হানাহানির ঘটে যাওয়া ঘটনাকে একে অপরকে দায়ী করছেl অনেকে বলছেন এসব গোলমালের মধ্যে সরকারি দলের হাত রয়েছেl তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ একথা মানতে রাজি নয়l তারা এবিষয়ে বিএনপিকে দায়ী করছেl কোনটা আসল কোনটা নকল জনগণ ভালো করেই জানেl বর্তমান ডিজিটলের যুগে কোনো কিছুকেই গোপন করা সম্ভব নয়l আর নির্বাচনতো সবার সামনেই হবেl ‘জোর যার মুল্লুক তার’ এই নীতি সাময়িকভাবে অবস্থান করলেও স্থায়ীভাবে কোনোদিন টিকে থাকে নাl ইতিহাস বারবার তাই স্মরণ করিয়ে দেয়l অথচ কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না।

এদিকে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেl নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানl প্রতিষ্ঠানটির প্রধানসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি। একটি স্বাধীন ও দল নিরপেক্ষ নির্বাচন করা হলো নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্যl নির্বাচন কমিশন যদি একটি সুস্ঠু ও সঠিক নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে তাদের ওপর থেকে জনগণের আস্থা উঠে যাবেl দল মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখা নির্বাচন কমিশনের কাজl

ঢাকার মেয়র নির্বাচন নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চানl আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন একই কথাl সম্প্রতি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন দুই সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান বলে জানিয়েছেন। এখন দেখা যাক ১ ফেব্রুয়ারির নির্বাচন কেমন হয়l ঢাকাবাসী সেদিকেই এখন তাকিয়ে আছেl

এখানে আমি ১৯৭৩ সালের জাতীয় নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাইl আমি তখন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকl শেখ কামাল ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু বাদল ভাই ছিলেন সভাপতি। তখন ধামরাই থেকে জাতীয় লীগের আতাউর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেনl এই কারণে ঢাকায় ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ধামরাই গিয়ে স্থানীয় ভোটকেন্দ্রে গোলমাল করার পরিকল্পনা করেl উদ্দেশ্য জোর করে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করাl এই খবর জাতির জনক বঙ্গবন্ধুর কানে গেলে তিনি রেগে গিয়ে বলেছিলেন, কেউ সেখানে যেতে পারবে নাl যারা ঢাকা থেকে ধামরাই যাবে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবেl আমি একটি সুষ্ঠু ও সঠিক নির্বাচন দেখতে চাইl

কত বড় মহান নেতা ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুl পরবর্তী সময়ে ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধামরাই থেকে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে আতাউর রহমান খান জয়লাভ করেছিলেনl আসন্ন ঢাকার মেয়র নির্বাচন হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের একটি পরীক্ষাl ঢাকার মেয়রের কাজ ঢাকার উন্নয়ন করা এবং এজন্য সরকারের সাথে মেয়রের একটা সুসম্পর্ক রাখার প্রয়োজন রয়েছেl এখন জনগণ বিচার করবে কোন প্রার্থীকে ভোট দিলে ঢাকার উন্নয়ন করা সম্ভবl

বাংলাদেশের রাজনীতি নিয়ে একজন সুইডিশ রাজনীতিবিদ হিসেবে আমি এখানে একটি কথা বলতে চাই। সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে সঠিক গণতন্ত্র চর্চার অভাবl ফলে কোনো নির্বাচনেই সঠিক ফলাফল পাওয়া যায় না, যাবেও নাl গণতন্ত্র যেখানে দুর্বল, তোষামোদি, চাটুকারিতা, দলকানা আর ক্ষমতার অপব্যবহার যেখানে শক্ত সেখানে সঠিক নির্বাচন হবে কী করে?

তাহলে বাংলাদেশে নির্বাচনের এই অবস্থার জন্যে দায়ী কে? জনগণ, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন না ক্ষমতার অপব্যবহার? ঢাকার জনগণ আসন্ন মেয়র নির্বাচনে সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়l জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবেন কি জনগণের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে? আমার মনে হয় আপনি চাইলে অবশ্যই পারবেনl কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যাl

লেখক: প্রেসিডেন্ট, সুইডিশ লেফট পার্টি স্টকহল্ম হেঁসেলবি ভেলেংবি ব্রাঞ্চ, সদস্য মনোনয়ন বোর্ড সুইডিশ লেফট পার্টি সেন্ট্রাল কমিটি