বিরামপুরে রাস্তায় প্রাণ গেল তিন বাইক আরোহীর

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০৮:২০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০, ১৫:২৮

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুরে ভেপু মেশিনের (ট্রেজার) ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টায় দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা পিকনিক স্পট স্বপ্নপূরী সংলগ্ন সেগুনবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) এবং একই গ্রামের বিপ্লব হোসেন (৩০)।

ঘটনার বর্ণনা দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ‘মোটরসাইকেলযোগে তিন যুবক নবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। জোলাগাড়ি পৌছালে রাস্তায় কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ভেপু ট্রেজার মেশিনের সঙ্গে দ্রতগতির মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’

ওসি আরও জানান, ‘লাশ তিনটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এএইচ