এমসিসিতে সাকিবের জায়গায় কুক

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ১১:২০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০, ১২:০৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত অক্টোবরে ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পদ ছেড়েছিলেন সাকিব আল হাসান। প্রায় তিন মাস পর এমসিসি সেই খালি জায়গা পূরণ করেছে। সাকিবের জায়গায় ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুককে নিয়োগ দিয়েছে এমসিসি।

সাকিবের জায়গা ছাড়া আরেকটি জায়গাও খালি ছিল। ইয়ান বিশপ সরে দাঁড়ানোয় তার জায়গায় বেছে নেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিটকে। এই কমিটি ক্রিকেটের বিভিন্ন আইন কানুন প্রণয়ন করে থাকে।

এমসিসির অন্য তিন সদস্য হলেন অস্ট্রেলিয়ার সাবেক দুই ক্রিকেটার রিকি পন্টিং ও শেন ওয়ার্ন এবং শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং।

প্রতি বছরে দুইবার এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কায় আগামী মার্চে কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এসইউএল)