কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৩:৫৮ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৩:০৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে ছফির উদ্দিন নামে এক কৃষককে খুনের দায়ে করা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়।

এছাড়া মামলায় অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ হালঘড়া নোয়াবাদ গ্রামের মো. হানিফ মিয়া ও তার ভাই মো. মানিক মিয়া।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ জুন সকালে গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজের নেতৃত্বে তার দুই ছেলে হানিফ মিয়া ও মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির গুরুতর আহত হন। পরে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই ছফিরের ছোট ভাই আব্দুল হালিম সাতজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :