লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৪:২৯

লক্ষ্মীপুরের রায়পুরে নলকূপ ও সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠেছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে নলকূপ স্থাপনে অতিরিক্ত টাকা আদায়সহ একটি সড়ক নির্মাণে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উপকারভোগীদের অভিযোগ, একটি নলকূপ পেতে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দিয়েছেন। এছাড়া ঠিকাদারকে পাঁচ হাজার টাকা দিতে হয়।

অন্যদিকে সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রাখালিয়া এলাকার আব্বাস উদ্দিন পাটোয়ারী সড়কে অভিযান চালিয়ে প্যালাসাইডিং দেওয়াল নির্মাণে অনিয়ম পাওয়া যায়। এতে ১২ মিলিমিটার রডের বদলে ১০ মিলিমিটার ব্যবহার করা হয়েছে, এছাড়া সড়কের পুরুত্ব ২১ ইঞ্চি দেয়ার কথা থাকলেও তা মানা হয়নি।

এ বিষয়ে দুদক নোয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, ১৫ জন উপকারভোগীর সঙ্গে ফোনে কথা বলে এ বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :