কারাগারে শূন্যপদে ১১৭ চিকিৎসক নিয়োগের নির্দেশ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৬:১০ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৪:৫৩

সারাদেশের কারা হাসপাতালগুলোতে শূন‌্য পদে ১১৭ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে জানান রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত ‍নিয়োগ দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আইনজীবী রবিন বলেন, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছিল, কারা হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ ১৪১টি। এর মধ্যে নয়জন চিকিৎসক কর্মরত ছিলেন। পরবর্তীতে আরও ১৫ জন চিকিৎসক সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন‌্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন।’

গত ১৪ জানুয়ারি সারা দেশে জরুরি ভিত্তিতে কারা হাসপাতালে কতজন চিকিৎসক প্রয়োজন তা কারা কর্তৃপক্ষকে ২৭ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়। সে অনুযায়ী আজ কারা কর্তৃপক্ষ ১১৭টি শূন‌্য পদ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে।

ঢাকা টাইমস/২৯জানুয়ারি/এআইএম

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :