জাকারবার্গ স্বৈরাচারী আচরণ করছেন: হিলারি

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ১৬:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। জুকারবার্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে কাজ করছেন বলে দাবি করেন।

গত শনিবার দেশটির স্থানীয় ম্যাগাজিন দি আটলান্টিককে এক সাক্ষাৎকার দেন হিলারি। সম্প্রতি মিথ্যা তথা প্রচারের অভিযোগ স্বত্ত্বেও ফেসবুক থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান জুকারবার্গ। তার ওই সিদ্ধান্তের সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, জুকারবার্গের আচরণ ট্রাম্পের মতো স্বৈরাচারীর আচরণ। 

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, ফেসবুকের মিথ্যা তথ্যে পরিপূর্ণ রাজনৈতিক বিজ্ঞাপন না সরানোর সিদ্ধান্ত ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে সাহায্য করবে। 

দেশটির সাবেক ফার্স্ট লেডি আরো বলেন, আমার মনে হয় বিষয়টি এমন। আমার জন্য এটি খুব যন্ত্রণাদায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি ট্রাম্পকে আবার প্রেসিডেন্ট নির্বাচিত করতে চাচ্ছে মনে করার যথেষ্ট কারণ আছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/আরআর)