বিসিএল থেকে ছিটকে গেলেন মুশফিক

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ১৭:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পারিবারিক কারণে পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেও চলতি মাসে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাতানোর কথা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন মিঃ ডিপেন্ডেবল।

মূলত হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম রাউন্ড খেলা হচ্ছেনা উত্তরাঞ্চলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের। প্রথমে শোনা যাচ্ছিল টুর্নামেন্টের তিন রাউন্ডই খেলবেন মুশফিক। কিন্তু ইনজুরি তাঁকে প্রথম রাউন্ড থেকেই ছিটকে দিয়েছে। এদিকে আগামী (৩১ জানুয়ারি) বিসিএলের অষ্টম আসর শুরু হতে যাচ্ছে।

বিসিবি উত্তরাঞ্চল: আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এআইএ)