সুপার ওভার থ্রিলারে ভারতের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৩

পরতে-পরতে নাটক। চূড়ান্ত থ্রিলারে যবনিকা পতন হ্যামিলটনে। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ১৮ রান তাড়া করে রুদ্ধশ্বাস জয়। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ঐতিহাসিক সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডকে প্রায় একা হাতেই জিতিয়ে দিয়েছিলেন। শেষ ওভারে গিয়ে নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন যখন ব্যক্তিগত ৯৫ রান করে আউট হন দলের তখন লাগে ৩ বলে ২ রান। শেষ বলে রস টেইলর বোল্ড হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে মার্টিন গাপটিলের সঙ্গে নামেন কেন উইলিয়ামসন। জাসপ্রীত বুমরাহর করা সুপার ওভারে ১৭ রান তোলেন এই দুইজন। ১ চার ও ১ ছয়ে ১১ রান করেন উইলিয়ামসন, ১ চারে ৫ রান করেন গাপটিল।

১ ওভারে ১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম ৪ বল থেকে আসে ৮ রান। শেষ ২ বলে দরকার ছিল ১০ রান। টিম সাউদির করা শেষ দুই বলেই ছক্কা হাঁকিয়ে ভারতের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন রোহিত শর্মা।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করলো ভিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের মাটিতে এটাই ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

আন্তর্জাতিক ক্রিকেটে এই দিয়ে ৭ম বারের মতো সুপার ওভারে গড়ানো ম্যাচ খেললো নিউজিল্যান্ড। আজ দিয়ে সুপার ওভারে গড়ানো আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের পরাজয়ের সংখ্যা ৬!

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত ১৭৯/৫ (২০), রোহিত ৬৫, রাহুল ২৭, দুবে ৩, কোহলি ৩৮, আইয়ার ১৭, পান্ডে ১৪*, জাদেজা ১০*; বেনেট ৪-০-৫৪-৩, স্যান্টনার ৪-০-৩৭-১, গ্র্যান্ডহোম ২-০-১৩-১।

নিউজিল্যান্ড ১৭৯/৬ (২০), গাপটিল ৩১, মুনরো ১৪, উইলিয়ামসন ৯৫, স্যান্টনার ৯, গ্র্যান্ডহোম ৫, টেইলর ১৭, সেইফার্ট ০*; শারদুল ৩-০-২১-২, শামি ৪-০-৩২-২, চাহাল ৪-০-৩৬-১, জাদেজা ৪-০-২৩-১।

সুপার ওভারে নিউজিল্যান্ড ১৭/০; উইলিয়ামসন ১১*, গাপটিল ৫*।

সুপার ওভারে ভারত ২০/০; রোহিত ১৫*, রাহুল ৫*।

ফলাফলঃ সুপার ওভারে জয়ী ভারত।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :