ভোটারদের সহযোগিতায় আমাদের কর্মীরা মাঠে থাকবেন: ইশরাক

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভোটাররা হামলা-মামলা, হুমকি-ধামকি উপেক্ষা করে যাতে ভোট দিতে পারেন সেজন্য বিএনপির কর্মীরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

বুধবার দুপুরে রাজধানীর গোপীবাগে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ইশরাক বলেন, ‘ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। পয়লা ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে মুক্তির বিজয় পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রচারণার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা ইতিমধ্যে প্রচার-প্রচারণা গিয়ে কী কী বাধার সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রার্থী হিসেবে আমি আর অভিযোগের দিকে যেতে চাই না। আমি ভোটারদের বলবো আপনারা আগামী ১ ফেব্রুয়ারি নির্ভয়ে সাহস নিয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন।’

বিএনপির প্রার্থী বলেন, ‘আমরা কিন্তু অনেক জায়গায় থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু অসাধু পুলিশ কর্মকর্তা রয়েছেন। যেমন ওয়ারী থানার কর্মকর্তা দলীয় ভূমিকা পালন করছেন, এখানে আমাদের নেতাকর্মীদেরকে শূন্য করে দেয়ার জন্য মামলা করে নানাভাবে হয়রানি করছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই প্রচারণায় আপনারা মানুষের জন্য সত্য সংবাদ সংগ্রহকালে জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়েছে। আপনাদেরকে আমি সত্যটুকু তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এখন মানুষের জন্য সবচাইতে ভরসার জায়গা। এ কয়দিন আপনারা যেভাবে পরিশ্রম করেছেন, আমি আশা করবো ভোটের শেষ পর্যন্ত আপনারা মানুষের জন্যই সত্য প্রকাশের জন্য কাজ করবেন।’

‘আমাদের বিরুদ্ধে সরকারি কিছু পোর্টাল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জনগণ এগুলো গ্রহণ করেনি, সেগুলো তারা হাস্যরস হিসেবে নিয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/বিইউ/জেবি)