আক্কেলপুর পৌর মেয়র বিরুদ্ধে দুদকের মামলা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:২৭

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির দুটি অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে দুটি মামলা করেছেন।

জয়পুরহাট সিনিয়র স্পেশাল জজ আদালতে মঙ্গলবার সন্ধ্যায় মামলা দুটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী নন্দকিশোর আগরওয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কাজেই যারা প্রকৃত দুর্নীতিবাজ- তাদের শাস্তি হওয়া দরকার।

মামলার বিবরণে জানা যায়, পৌরসভার মেয়র আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী গ্রন্থাগারিক পদে অবৈধভাবে নিয়োগ প্রদানসহ পৌর সভার ঠিকাদারি কাজে লাভবান হওয়ার জন্য অনিয়ম করে দরপত্র আহ্বানের মাধ্যমে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া নির্বাচনের সময় হলফনামায় তিনি যে সম্পদের বিবরণ দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে বর্তমানে তার কয়েকগুণ বেশি অবৈধ সম্পদের তিনি মালিক হয়েছেন।

জয়পুরহাটের সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশ মূলে প্রাপ্ত বাদীর আরজি এজাহার হিসেবে গণ্য করে এফআরআইর সকল কলামসমূহ সঠিকভাবে পূরণ করে মঙ্গলবার বিকালে মামলা দুটি করা হয়।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :