‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে সুযোগের সমতা সৃষ্টি করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

রাজধানীতে ‘২০২০ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এ সমতা ও অসমতা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে মূল বক্তব্য দেনজাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগের ভূতপূর্ব পরিচালক ড. সেলিম জাহান।

পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।

সেমিনারের মূল বক্তা ড. সেলিম জাহান তার বক্তব্যে বৈচিত্র ও বৈষম্যের পার্থক্য সম্পর্কে আলোকপাত করেন।

তিনি বলেন, ‘সমাজে বৈচিত্র থাকবে। তবে তা যদি বৈষম্য সৃষ্টি করে সেটি গ্রহণযোগ্য নয় এবং তা মানবাধিকার লংঘনের অন্যতম পন্থা। অসমতা দেশ ও সমাজের উন্নয়ন, গণতন্ত্র ও সামাজিক বন্ধন বিরোধী বিভাজন সৃষ্টি করে। ড. জাহান তার বক্তব্যে তিনটি ক্ষেত্রে অসমতার কথা বিশেষভাবে উল্লেখ করেন -- শিক্ষার সুযোগের ক্ষেত্রে বৈষম্য, নারী-পুরুষে ভেদাভেদ এবং গ্রাম ও শহরের সুযোগ সুবিধার মধ্যে পার্থক্য।’

সভাপতির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বৈষম্য দূরীকরণ ও মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ পিকেএসএফ-এর সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :