আরেকবার সুযোগ দিন, আধুনিক ঢাকা গড়ব: আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৯

নির্বাচিত হলে ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আধুনিক ঢাকা গড়তে ১ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান।

আতিকুল বলেন, ‘নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে লাল-সবুজের পতাকা। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আনুরোধ করবো, আপনারা আবার নৌকাকে বিজয়ী করে একটি আধুনিক ঢাকা গড়ার সুযোগ করে দিন। আপনাদের ভোটে আমি মেয়র নির্বাচিত হলে কথা দিতে চাই, একটি আধুনিক, সচল, গতিময় ঢাকা উপহার দিতে সর্বাত্মক কাজ করবো ইনশাআল্লাহ্।’

সাবেক এই মেয়র বলেন, ‘গত নয় মাস একটি কঠিন অনুশীলন করেছি। সেই অনুশীলনের অভিজ্ঞতা থেকে আপনাদের আধুনিক ঢাকা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ্।’

নেতাকর্মীদের উদ্দেশে আতিকুল বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে হবে। আপনারা ঘরে ঘরে নৌকা আর উন্নয়নের বার্তা পৌঁছিয়ে দিন। আর বলুন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার গিয়ার একটিই সেটা হলো উন্নয়নের গিয়ার।’

বেলা ১২টায় গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কে সমাবেশ করেন আতিকুল। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহিদুর রহমান কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশস্থলে আসেন। সেখানে আগে থেকে উপস্থিত থাকা আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী নাসিরের কর্মী-সমর্থক ও জাহিদুর রহমানের কর্মী-সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যান। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন আতিকুল ইসলাম। মঞ্চে তার ভাই মাইনুল ইসলাম, তিন বোন আমেনা, হালিমা, রহিমা, আতিকুলের স্ত্রী শায়লা সাগুফতা, মেয়ে বুশরা আফরীন, বোনের স্বামী ও সন্তানের উপস্থিত ছিলেন।

বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘পার্কের ভেতর কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না।’

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :