সড়কের পাশের অবৈধ ১৯ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ২১:২৫

নরসিংদীর বেলাবতে সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড হতে বেলাব সড়কে ১৫টি ও বারৈচা-রায়পুরা সড়কের চারটিসহ মোট ১৯টি অবৈধ স্থাপনা ভেকো মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। অবৈধ স্থাপনার মধ্যে বেশির ভাগই বিভিন্ন দোকান ঘর।

নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে সঙ্গে ছিলেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম বেলাল হোসেন।

বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম বেলাল হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বেলাব ও রায়পুরা সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল এলাকার ব্যবসায়ীরা। ১৯টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা রয়েছে। মামলা ও নোটিশ করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :