বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:৪০ | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:৩৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল দেশ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন,‘আমাকে এ ধরনের সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকবার আইনজীবী সমিতির উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব বিচারপতিদের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং তারা সবাই উপস্থিত হন। এতে প্রমাণ হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল ক্যান্ট্রি (দেশ)। সুতারাং আমি বলবো এ অনুষ্ঠান সামনের বছর আরো ভাল ভাবে হবে।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তারা পূজা উদযাপন অনুষ্ঠানে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

তিনি বলেন, ‘প্রতি বছর এই অনুষ্ঠান আমি দীর্ঘ সময় বসে থেকে উপভোগ করি। আমাদের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে যাব। তাই স্বল্প সময় ছিলাম বলে আমি দুঃখিত।’

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন,অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু,বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন,বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এআইএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :