সাংসদ আমিনুলকে আ.লীগের অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ২২:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে  বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করায় শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সাংসদ আমিনুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।  বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলাহাট উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং এ ঘটনার আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনু বলেন, উপজেলার মুশরিভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে এক ছাত্রী বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়ার এক পর্যায়ে বাধা দেন  বিএনপির নেতাকর্মীরা। ওই ছাত্রীর গানের ডায়েরি ছুঁড়ে ফেলে দেয়া হয়। একপর্যায়ে জোর করে ওই ছাত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে সাংসদ আমিনুলকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে এমপির দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসিন আলী শাহ।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/কেএম/এলএ