শোলাকিয়ায় আনোয়ার শাহ’র জানাজায় মুসল্লিদের ঢল

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ২২:১৭

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও জামিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা বৃহস্পতিবার দুপুর ২টায় শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। কয়েক লাখ মুসল্লি এ জানাজায় অংশ নেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু শোক জানিয়েছেন।

জানাজার আগে বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মিজানুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ, মুফতি মো. ওয়াক্কাছ, বেফাকের মহাসচিব আ. কদ্দুছ, গুলশান মসজিদের খতিব মাহমুদুল হাছান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এমএ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম আবুল খায়ের সাইফুল্লাহ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান নদভী, কলামিস্ট ও সাংবাদিক শরীফ মাহমুদ, আনোয়ার শাহ’র ছোট ভাই আল জামিয়াতুল ইমদাদিয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাব্বির আহমেদ রশিদ, শাইখুল হাদিস শফিকুর রহমান জালালাবাদী, এমদাদুল্লাহ, শুয়াইব বিন রউফ প্রমুখ।

জানাজার নামাজ শেষে মরদেহ তারাপাশা নুরানী মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

জানাজায় ইমামতি করেন তার ছেলে আনজার শাহ তানীম। এ সময় বাংলাদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম, প্রশাসনের কর্মকতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকলাখ মুসল্লি উপস্থিত ছিলেন।

এর আগে নামাজে জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকেই মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ ময়দান অভিমুখে। সকাল ১০টার দিকেই পূর্ণ হয়ে যায় সাত একর আয়তনের বিশাল ঐহিত্যবাহী মাঠটি। সকাল পৌনে ১১টায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহের লাশ শোলাকিয়া ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধাভাজন এই আলেমকে অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো একনজর দেখেন লাখো মানুষ। তার আগে বাদ ফজর থেকে মরহুমের কর্মস্থল জামিয়ায় লাশ রাখা হলে ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের জনতার কান্নার রোল পড়ে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :