বগুড়ায় শিশুর গলাকাটা লাশ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ২২:৫৮

বগুড়ার শিবগঞ্জে সাদিয়া খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার তালিবপুর পূর্বপাড়া গ্রামের একটি আলু ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। সাদিয়া ওই গ্রামের শাহিনুর রহমানের মেয়ে। সে কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

সকালে স্থানীয় লোকজন আলু ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় সাদিয়ার গলাকাটা লাশ দেখে। এরপর ঘটনা জানাজানি হলে সাদিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। পরে তারা পুলিশে খবর দেয়। ঘটনাটি জানার পর বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে গত বুধবার বিকালে প্রতিদিনের মতো সাদিয়া বাড়ির বাইরে খেলতে যায়, কিন্তু সে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। সন্ধ্যা শেষে রাত গড়াতে থাকলে তার পরিবার থেকে এলাকায় মাইকিং করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জায়গায় তার খোঁজ করা যায়। এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ৫৯৯ গজ দূরের এক আলু ক্ষেতে সাদিয়ার গলাকাটা লাশ পাওয়া যায়।

এদিকে স্থানীয় লোকজন জানায়, গত বুধবার রাতে তালিবপুর গ্রামে এক পীরের আস্তানায় জিকিরে আয়োজন করা হয়। সাদিয়া অন্যান্যদের সঙ্গে সেখানে যায়।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা ঢাকা টাইমসকে জানান, তথ্য উদঘাটনে চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :