মাদারীপুর আইনজীবী সমিতিতে সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২১:৫৮ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ২১:৫৭

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৫ পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত দুটি পদসহ আওয়ামী লীগের ১১টি পদ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা চারটি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- সভাপতি পদে বিএনপি সমর্থিত ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সিনিয়র সহসভাপতি পদে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান পিপি সিদ্দিকুর রহমান সিং, জুনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত এইচএম জুবাইর হোসেন, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত গোলাম কিবরিয়া হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে বিএনপি সমর্থিত মহিদুল ইসলাম, সম্পাদক আপ্যায়ন পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত মাহবুব হোসেন সরোজ, কোষাধ্যক্ষ পদে বিএনপি সমর্থিত মিজানুর রহমান, সম্পাদক মহরার পদে আওয়ামী লীগ সমর্থিত মাহবুব হোসেন সাকিল, সম্পাদক লাইব্রেরি পদে বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম শামিম নির্বাচিত হয়।

এছাড়া কার্যকরী সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত আমিনুল ইসলাম খান, জাফর ইমাম সুজন, হানিফা বেপারী, জহিরুল ইসলাম বাদল ও সোহেল আলম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ২৪৯ ভোটের মধ্যে ২৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশনার ফোরহাদুল ইসলাম জানান।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :