এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, কলেজশিক্ষার্থী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ২২:০৫

জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি পরীক্ষার আগাম প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে রাশেদুল ইসলাম রিফাত (১৯) নামে এক কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রাশেদুল ইসলাম উপজেলার রামপুর গ্রামের আবুল কালামের পুত্র।

এই ঘটনায় র‌্যাব-১৪’র সুবেদার মির্জা রাশেদুল আলম সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার একটি মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, রাশেদুল ইসলাম রিফাত দীর্ঘদিন ধরে ফেসবুক-মেসেঞ্জার দিয়ে জেএসসি, এসএসসি ও এইচএসসি প্রশ্নপত্র ফাঁসের কাজে জড়িত। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সে ‘রোদেলা দুপুর’ ছদ্মনামে ফেসবুকে আইডি খোলে পরীক্ষার্থীদের সাথে প্রতারণা শুরু করে। এ ছাড়াও বোর্ডের মাধ্যমে পরীক্ষার ফলাফল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েও সে অর্থ আদায়ের চেষ্টা করছে- এমন সংবাদে র‌্যাব-১৪ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে র‌্যাব মামলা করেছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :