ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের আলোচনা সভা

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২০, ২২:২২

ঢাকাটাইমস ডেস্ক

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী ঘোষিত টেকনিক্যাল পদ মর্যাদা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় হেলথ এসিসস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে নগরীর ৩য় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির হলরুমে এ আলোচনা সভা হয়।

এতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জাফর ইমাম, স্বাস্থ্য পরিদর্শক আসাদ, নাজমা বেগম, স্বাস্থ্য সহকারী আনন্দ চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সহকারী আলমগীরসহ আরো অনেকেই।

এসময় বক্তারা তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি টেকনিক্যাল পদ মর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেডে বেতন উন্নীত করার কথা জানান। ইতোমধ্যে হাম ও রুবেলা ক্যাম্পেইনের জন্য শিশু রেজিস্ট্রেশন বন্ধ ও এ সম্পর্কিত ট্রেনিং বর্জন করার কথা জানান।

আলোচনা সভায় ময়মনসিংহের সকল উপজেলার স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সহকারীদের টিকাদানের সফলতা জন্য আজ প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো সম্মাননা পেয়েছেন। তাই তাদের যৌক্তিক দাবি পূরণে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএ)