বুথে ঢুকে ‘বুঝিয়ে দিচ্ছিলেন’ কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪

পর্দা দিয়ে ঘেরা গোপন কক্ষে ঢুকে ভোটারকে নির্দেশনা দিচ্ছিলেন কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুল। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে (উত্তর বারিধারা-কালাচাঁদপুর) প্রার্থী। কোনো ধরনের রাকঢাক না রেখে তার এই হস্তক্ষেপের বিষয়ে জানতে চান উপস্থিত সাংবাদিকরা। জবাবে তিনি উত্তেজিত হয়ে পড়েন। বলেন, আপনারা কীসের সাংবাদিক? বাইরে আসেন দেখার ব্যবস্থা করতেছি।

শনিবার সকাল ৯টার দিকে সরকারি কালাচাঁদপুর হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাংবাদিকরা কেন্দ্রটিতে গিয়ে দেখেন ভোটারদের জন্য পর্দা দিয়ে তৈরি করা নারী বুথের ভেতরে ঢুকে একজন নারী ভোটারকে সাহায্য করছিলেন কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুল।

এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, আপনি ভিতরে ঢুকে আরেকজনকে ভোট দিতে গাইডলাইন দিচ্ছেন কেন? এটি তো পোলিং অফিসারের কাজ।

তখন বাবুল সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন, আমি তো বুঝিয়ে দিচ্ছিলাম। আপনারা কারা, কীসের সাংবাদিক? বাইরে আসেন দেখে নেব। তিনি সাংবাদিকদের উল্টো ধমক দিয়ে বলেন, আপনারা কেন বুথের ভেতরে আসলেন? এসময় দৈনিক ঢাকা টাইমস, প্রথম আলো ও অবজারভারের সাংবাদিক উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকরা অন্য একটি কেন্দ্রে গেলে বাবুলসহ তার সঙ্গে থাকা লোকজন ভেতরে ঢোকেন। সাংবাদিকদের পিছু নেন। এক পর্যায়ে পোলিং অফিসার আজিজুল হকের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলেন।

বাবুল ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি বর্তমানে একই ওয়ার্ডের কাউন্সিলর।

(ঢাকাটাইমস/১ ফেব্রুয়ারি/এআইএম/এসইউএল/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :