উত্তরায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা ১ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুন দুই দফা হামলার শিকার হয়েছেন।

শনিবার সকাল পৌনে আটটায় ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুন তার স্ত্রী আসমা হাবিবকে সঙ্গে নিয়ে নওয়াব হাবিবুল্লাহ স্কুল কেন্দ্রে আসলে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খানের (ঝুড়ি মার্কা) সমর্থকরা মারধর করে তাকে কেন্দ্রে থেকে বের করে দেয়।

অপরদিকে, সকাল ৯টা ২০ মিনিটের দিকে বিএনপির ওই কাউন্সিলর প্রার্থী প্রিজাইডিং অফিসার বাগ্ময়ী দত্তের কাছে অভিযোগ দিতে গেলে দ্বিতীয় দফা আক্রমণের শিকার হন। এ সময় তার শার্টের কলার চেপে ধরতে দেখা যায় একজন যুবককে।

মোস্তাফিজুর রহমান সেগুন অভিযোগ করে বলেন, ‘সকাল থেকেই আমার এবং আমার লোকজনের উপর হামলা চালাচ্ছে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার খানের লোকজন। তারা টঙ্গি ও আশপাশের এলাকা থেকে বহিরাগতদের এনে হামলা চালাচ্ছে। পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটে কিন্তু তারা কোন পদক্ষেপ নিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমি বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়ার খবর পেয়েছি। ১০ নম্বর সেক্টরের একটি কেন্দ্রে আমার এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’

সেগুনের স্ত্রী আসমা হাবিব অভিযোগ করে বলেন, ‘হামলাকারীরা আমাকেও মারধর করেছে। আমাদের লোকজনকে কেন্দ্র ঢুকতে দেওয়া হচ্ছে না অথচ আওয়ামী লীগের সমর্থকরা বহিরাগতদের নিয়ে কেন্দ্রের ভিতরে অবাধ বিচরণ করছে।’

সকাল আটটায় ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত। এবারের ভোটে ঢাকা উত্তরে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন ভোটার ভোট দেবেন। ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৮টি পদে ৭৭ জন লড়াই করছেন।

(ঢাকাটাইমস/১ ফেব্রুয়ারি/এএ/এসইউএল/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :