সাড়ে পাঁচ ঘণ্টা পর কেন্দ্রে বিএনপির এজেন্ট!

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৪ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভোট শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর হযরত শাহ আলী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বিএনপির সমর্থিত প্রার্থী এজেন্ট পেয়েছে। সকালে উত্তর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আহমেদ মিস্টি পোলিং এজেন্ট নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে সেখানে বিএনপির এজেন্ট আর ঢুকতে পারেনি।

শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগ পেয়ে তিনি বিএনপির চারজন এজেন্ট চারটি কক্ষে দিয়ে আসেন।

তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ‘সকালে এজেন্ট ঢুকতে গেলে সবাইকে বের করে দেওয়া হয়। আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে দেখা করে সবাইকে ভেতরে দিয়ে এসেছি।’

বিএনপির মেয়র প্রার্থী বলেন, ভোটাররা নিরাপত্তার ব্যাপারে স্বস্তি পাচ্ছে না, তাই ভোট দিতে আসছে না। আর ইভিএমের মাধ্যমে অনেক স্লো প্রসেসে ভোট দিতে হচ্ছে।’

ভোটারদের উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, ‘মাঠে আছি। ভোট চলবে চারটা পর্যন্ত। আপনারা ভয় না পেয়ে নিজের ভোট নিজে দিতে আসেন।’

এক প্রশ্নের জবাবে ঢাকা উত্তরের এই মেয়রপ্রার্থী বলেন, ‘কেউ যদি ইভিএমে সহজে ভোট দিতে পারে তাহলে তাদেরকে সাধুবাদ জানাবো।’

ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এসএস/এমআর