রস টেলরের নয়া কীর্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৭

বে ওভালে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে বিরল মাইলস্টোন স্থাপন করলেন রস টেলর৷ নিউজিল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামার সেঞ্চুরি করলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান৷

ভারতের বিরুদ্ধে এই ম্যাচটি টেলরের ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷ তাঁর আগে আর কোনও কিউয়ি ক্রিকেটার ১০০ টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেননি৷ এই নিরিখে দলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্টিন গাপ্তিল খেলতে নামলেন কেরিয়ারের ৮৮তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে৷

যদিও ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে টেলর দ্বিতীয় কিউই ক্রিকেটার, যিনি এই মাইলস্টোনে পৌঁছলেন৷ তাঁর আগে সুজি বেটিস প্রথম কিউই ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন৷ টেলর ১০০তম ম্যাচে মাঠে নামার ঠিক আগেই একই মাঠে বেটিস খেলেন নিজের ক্যারিয়ারের ১১৩তম আন্তর্জাতিক টি-২০৷

ছেলেদের ক্রিকেটে টেলর তৃতীয় ক্রিকেটার, যিনি ১০০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামলেন৷ তাঁর আগে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক, যিনি ১১৩টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন৷ ভারতের রোহিত শর্মা খেলছেন ১০৮ নম্বর আন্তর্জাতিক টি-২০৷ ইন্টারন্যাশনাল টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় টেলর রয়েছেন তৃতীয় স্থানে৷

এমন মাইলস্টোন ম্যাচে টেলরের হাতে স্মারক টুপি তুলে দেন সতীর্থ মার্টিন গাপ্টিল৷ স্মরণীয় ম্যাচে মাঠে নামার আগে টেলর বলেন, ‘এটা আমার এবং আমার পরিবারের জন্য একটা গর্বের মুহূর্ত৷ সুজি বেটিস প্রথম এই মাইলস্টোনে পৌঁছেছে৷ ওর সঙ্গে যোগ দিতে পারা নিঃসন্দেহে গৌরবের৷’

ক’দিন পরেই টেলর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আরও একটি মাইলস্টোন স্থাপন করতে চলেছেন৷ ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামলে টেলর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ান ডে ও টি-২০ তিন ফর্ম্যাটেই দেশের হয়ে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন৷ এই রেকর্ড বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই৷ টেলর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ৯৯টি টেস্টে৷ তিনি ইতিমধ্যেই ২২৮টি ওয়ান ড খেলেছেন৷ ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আরও যে দু’জন ক্রিকেটার ১০০ ম্যাচ খেলেছেন তাদের কেউই টেস্টে এই মাইলস্টোন পেরোননি৷

(ঢাকাটাইমস/০২ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :