‘ভুয়া প্রশ্নপত্র’সহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১১

চাঁদপুরে ভুয়া প্রশ্ন্নপত্র ফাঁসের অভিযোগে রাসেল আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার সকালে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তরপাড়া এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, প্রচার ও বিক্রির জন্য ফেসবুক স্ট্যাটাস ও কথোপকথনের প্রমাণসহ একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল উপজেলার শোরসাক উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা তালুকদার নাজমুছ সাকিব জানান, রাসেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেয়ার কথা বলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে।

এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :