আমিরাতে নতুন হাইকমিশনার জাফর, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত মুহিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩১
মো. আবু জাফর, মো. আবদুল মুহিত

অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং দেশটির রাজধানী ভিয়েনার জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবদুল মুহিতকে অস্ট্রিয়া রাষ্ট্রদূত এবং ভিয়েনার জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে দুই দেশে নতুন দূত নিয়োগের তথ্য জানায়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৯১ ব্যাচের কর্মকর্তা মো. আবু জাফর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং ও ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করেন।

কূটনীতিক হিসেবে মো. আবু জাফর বাংলাদেশের হেগ, করাচি, লস এঞ্জেলস ও দুবাই মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে মো. আবদুল মুহিত বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কূটনীতিক হিসেবে গত ২৭ বছরে মুহিত বাংলাদেশের কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :