ঝিনাইদহে পান বরজ পুড়ে কৃষকের স্বপ্ন ছাই

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৭

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে নায়েব শাহ ও জহুরুল ইসলাম নামে দুই কৃষকের পান বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনায় তাদের প্রায় এক বিঘা জমির পান বরজ পুড়ে নষ্ট হয়ে গেছে।

এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দুই কৃষক। বাড়ির চুলা ও ছাইয়ের পালার আগুন থেকে ওই পান বরজে আগুনের সূত্রপাত বলে এলাকাবাসী জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক নায়েব শাহ ওই গ্রামের চিনির উদ্দিন শাহের ছেলে ও জহুরুল পার্শ্ববতী মুনির মন্ডলের ছেলে।

কৃষক নায়েব শাহ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে পান বরজে আগুন জ্বলতে দেখেন। আগুনে তার পান বরজ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পান বরজের আগুন বাড়ির উঠানের রান্নাঘর, গোয়ালঘর ও পার্শ্ববতী জহুরুলের পান ক্ষেতেও ছড়িয়ে পড়ে। এ সময় দুটি পান বরজই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, এ ঘটনায় ওই দুই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বাড়ির চুলা ও ছাইয়ের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :