সুন্দরবনে খালের চরে মিলল মৃত রয়েল বেঙ্গল টাইগার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

সুন্দরবনের গহীণের খালের চর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন কবরখালি খালের চর থেকে ওই বাঘটির মরদেহটি উদ্ধার করা হয়। বাঘটির মৃত্যুর কারণ জানতে বাঘের মাথা সংগ্রহ করে ঢাকার বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। উদ্ধার হওয়া বাঘটির পেছনের দুই পা-সহ অর্ধেক অংশ খাওয়া থাকায় বাঘটির দৈর্ঘ্য-প্রস্থও নিশ্চিত হওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় ফাঁড়ি সংলগ্ন কবরখালি খাল এলাকা দিয়ে যাওয়ার সময় চরে একটি বাঘকে মৃত অবস্থায় দেখতে পায়। তখন তারা ওইখানে নেমে বাঘটিকে উদ্ধার করে। মৃত বাঘটির পেছনের দুই পাসহ অর্ধেকটা খাওয়া। সামনে মাথা দেখে ধারণা করা হচ্ছে বাঘটি রোগাক্রান্ত ছিল। তার বয়স হবে আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘ সাধারণ ১৬ থেকে ২০ বছর বয়স পর্যন্ত বাঁচে। বয়সের কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাঘটি মারা যাওয়ার কারণে খালে থাকা লবন পানির কুমির বাঘের পেছনের অংশ খেয়ে ফেলে থাকতে পারে। বাঘের পেছনের অংশ না থাকায় মৃত বাঘটি বাঘ না বাঘিনী তা নিশ্চিত হওয়া যায়নি। বাঘটির মৃত্যুর কারণ জানতে তার মাথা সংগ্রহ করে ঢাকার বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

এর আগে ২০১৯ সালের ২০ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীর বন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করে বনবিভাগ।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :