‘উদ্যোক্তাদের আরো সুবিধা দেবে বিসিক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৪

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিসিক প্যাভিলিয়নে ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা সন্তোষজনক পণ্য বিক্রি করতে পেরেছেন বলে বিসিক জনসংযোগ শাখা জানিয়েছে।

সোমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিসিক প্যাভিলিয়নে ঘুরে এ চিত্র দেখা যায়। বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বিসিক প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় বিসিক চেয়ারম্যান উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন। বিসিক বিপণন বিভাগের মহাব্যবস্থাপক জেসমিন নাহার এসময় উপস্থিত ছিলেন।

বিসিকের পক্ষ থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া ও সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেন জানান বিসিক চেয়ারম্যান।

তিনি উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেন, আগামী বছর ইনশাআল্লাহ বর্তমান প্যাভিলিয়নের চেয়ে দ্বিগুণ পরিসরে প্যাভিলিয়ন করবে বিসিক।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :