ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৯

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কাহালু রেলস্টেশন থেকে খানেক দূরে বটতলায়।

নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম (৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)। নিহতদের মধ্যে ফেলানী বেগম বটতলায় রেললাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করতেন।

জানা গেছে, প্রতিদিনের মতো ফেলানী বেগম ঘটনাস্থলে ব্যবসায়িক উদ্দেশ্যে খাবারের পসরা নিয়ে বসেছিলেন। ঘটনার সময় দুপুর পৌনে ২টায় দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌঁছায়। এ সময় ফেলানীর ছেলে রাজ বাবু রেললাইন ধরে ট্রেনের দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন ফেলানী বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু দ্রুতগামী ট্রেন তাদের দুজনের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতার নিশ্চিত ঢাকা টাইমসকে জানান, ফেলানীর ছেলে রাজ বাবু কিছুটা মানসিকভাবে প্রতিবন্ধী বলে জানতে পেরেছি। ছেলেকে বাঁচাতে গিয়েই মা ফেলানীও ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :