আত্রাইয়ে ক্যান্সারের রোগী পেলেন সরকারি সহায়তা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৫

নওগাঁর আত্রাইয়ে ক্যান্সার আক্রান্ত দুজন রোগীকে ৫০ হাজার করে এক লাখ টাকা সরকারি সহায়তা দিয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রোগী ও তাদের স্বজনদের হাতে এ চেক হস্তান্তর করা হয়।

সহায়তাপ্রাপ্তরা হলেন- উপজেলার মহাদিঘী গ্রামের মোঃ আব্দুস ছাত্তারের স্ত্রী রোকেয়া বেগম ও বিহারীপুর গ্রামের মন্নাফ প্রামানিকের স্ত্রী ডলি বেগম।

চেক পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‘ক্যান্সার, কিডনি, লিভার-সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা’ কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এ সহায়তা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ।

ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :