কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭

কুষ্টিয়া অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শিবপুর গ্রামের শিপন এবং রফিকুল আলম ওরফে বাদশা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার শিপন ও রফিকুল আলমের স্বীকারোক্তি অনুযায়ী ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) থানার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মাটিতে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তলসহ চার রাউন্ড গুলিভর্তি অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-১২, সিপিসি-১ এর জেসিও ডিএডি আলী আনছার শিপন ও রফিকুল আলমের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ১ নভেম্বরে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দিয়েছে আদালত।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :