কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতি স্টেশন এলাকা থেকে সোহাগ খান (২৮) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তিনি কুলিয়ারচর উপজেলার উত্তর মাইজগাঁও গ্রামের আকবর খানের ছেলে। তিনি ঢাকার একটি জুতা কারখানায় কাজ করতেন।

বুধবার সকাল ১০টার দিকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে ভৈরব-কিশোরগঞ্জ রেলপথের কুলিয়াচরের ছয়সুতি রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সোহাগ কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর ট্রেনের নিচে কাটা পড়েন।

নিহতের বড় ভাই আরিফ হোসেন খা জানান, তার ছোট ভাই সোহাগ খান দীর্ঘদিন যাবত অপ্রকৃতস্থ ছিলেন। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। সকাল ছয়টার দিকে কাজে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি ভাইয়ের ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান।

ভৈরব রেলওয়ে থানার ওসি মোহাম্মদ ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)