পদ্মা ব্যাংকের গ্রাহক সমাবেশ শুরু

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

ঢাকাটাইমস ডেস্ক

প্রথম বর্ষপূর্তি উদযাপনের সঙ্গে ব্যাংক আমানতের সুদ ছয়  শতাংশে নেমে আসায় গ্রাহকদের মতামত জানতে সমাবেশের আয়োজন করেছে পদ্মা ব্যাংক। মঙ্গলবার রাজধানীর উত্তরা শাখা থেকে শুরু হয় এই গ্রাহক সমাবেশ। পর্যায়ক্রমে ৫৭ শাখার সবকটিতে এই সমাবেশ করা হবে।   

অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। এই সময় তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের সাফল্যের সহযাত্রী, তাদের জন্যই এগিয়ে চলেছে পদ্মা ব্যাংক। তাদের আস্থায় অব্যাহত থাকবে ব্যাংকের এই অগ্রযাত্রা।

অচিরেই রিটেইল ও এসএমই ঋণ সুবিধা শুরুর ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া দ্রুত চালু হবে কার্ড সুবিধা। সম্প্রতি পদ্মা অ্যাপ ও ডিজির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেছে ব্যাংক। যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং সুবিধা উপভোগ করা যাবে।  

অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, কর্পোরেট লায়েবিলিটি হেড আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এএইচএম ইলিয়াস আহম্মেদ চৌধুরীসহ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/কেএম/এলএ)